Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা সমবায় কার্যালয়, দুমকী, পটুয়াখালীর পক্ষ থেকে  স্বাগতম। cooparative.dumki.patuakhali.gov.bd


সিটিজেন চার্টার
  • উপজেলা সমবায় কার্যালয়, দুমকী, পটুয়াখালী এর

    সিটিজেন চার্টার

    ০১। জাতিগঠন মূলক একটি সরকারী বিভাগ, যার মাধ্যমে জনগনের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও উন্নতি সাধিত হয়ে থাকে।

    ০২। বেকারত্ব দুরীকরনে এবং কর্মসংস্থান সৃষ্টিতে অনবদ্য ভূমিকা রাখে।

    ০৩। প্রামিত্মক জন গোষ্ঠীর ক্ষুদ্র ক্ষুদ্র অর্থে একটি শক্তিশালী মূলধন গঠন করে লাভজনক কাজে বিনিয়োগ করা হয়। যার সুবিধা সকল প্রামিত্মক জনগোষ্ঠী ভোগ করে থাকেন।

    ০৪। সল্প আয়ের জনগন একত্রিক হয়ে সম্মিলিত পূজি গঠন করে প্রত্যেকেই দুর্দিনের জন্য আগামী দিনের ভবিষ্যৎ গড়ার জন্য উদ্ভুদ্ধ হয়।

    ০৫। সমবায় সমিতিগুলো সমবায় সমিতি আইন /২০০১ ও বিধিমালা/২০০৪ মোতাবেক পরিচালিত হয়ে থাকে সমিতিগুলো আইন বিধি অনুযায়ী বিশুদ্ধ গনতন্ত্রের চর্চা সমবায় সমিতির লোকেরা বপ্ত করার সুযোগপেয়ে থাকে।

    ০৬। প্রাথমিক ও কেন্দ্রীয় সমিতি সমূহ সমবায় বিভাগে নিবন্ধিতহয়ে থাকে। নিবন্ধনের জন্য নূন্যতম বিশজন সদস্য থাকতে হয় এবং নূন্যতম ২০,০০০/- বিশ হাজার টাকা শেয়ার এবং সমপরিমান সঞ্চয় অবশ্যই থাকতে হয়।

    ০৭। নিবন্ধনের জন্য ট্রেজারী চালানের মাধ্যমে নির্ধারিত সমবায় কোডে প্রাথমিক সমিতির জন্য ৩০০/- টাকা সরকারী কোষাগারে জমা দিতে হয়।

    ০৮। সমিতি নিবন্ধনের সময় শেয়ার ক্যাশ বহি সদস্য বহি সাধারন খতিয়ান সঞ্চয় খতিয়ান সমূহ লেখার নিয়ম পদ্ধতি সমবায় বিভাগ থেকে শিখিয়ে দেওয়া হয়।

    ০৯। নিবন্ধনের পরে প্রতিটি সমিতির জবাব দিহিতা নিশ্চিত করানোর জন্য ঐ সমিতির মাসিক তদারকী কর্মকর্তা নিয়োগ করা হয় এবং যথারীতি পরিদর্শন করা হয় এবং প্রতি আ©র্র্থক বছরে সমবায় বিভাগের প্রশিক্ষিত অডিট অফিসার নিয়োগ প্রদান করে অডিট সম্পাদন করা হয়।

    ১০। প্রতি অর্থিক বছরে সমিতির অর্জিত লাভের উপর ১০% হারে নির্ধারিত কোড ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে অডিট ফি প্রদান করা হয়।

    ১১। সমবায় বিভাগের জন্য মহান জাতীয় সংসদ কর্তৃক ২০০১ সালে সমবায় সমিতি আইন ও ২০০৪ সালে সমবায় সমিতি বিধিমালা প্রণয়ন করা হয়। সমবায় সমিতি আইন ও বিধিমালার আলোকে সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয় এ্যাড হক কমিটি গঠন ও বার্ষিক সাধারণ সভা সম্পাদনের জন্য সমিতিকে সর্বদা পরামর্শ ও দিক নির্দেশনা অত্র দপ্তর হতে প্রদান করা হয়ে থাকে।

    ১২। মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয়াধীন আশ্রায়ন প্রকল্প সমবায় বিভাগের চলমান একটি প্রকল্প। এই প্রকল্প সরকারী ফান্ড হইতে অর্থ প্রদান করে থাকে। যার সদস্য সচিব উপজেলা সমবায় অফিসার এবং সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। আশ্রায়ন প্রকল্পের অর্থে সমবায়ীদের আর্থ সামাজিক অবস্থার উন্নতি সাধিত হচ্ছে।

    ১৩। সমাবায় সমিতিগুলো প্রতি আর্থিক বছরে সদস্যদের মাধ্যমে লভ্যাংশ বিতরণ করে থাকেন যাহা সমবায় বিভাগ থেকে মনিটরিং করা হয় এবং বার্ষিক নিরীক্ষার সময় তাহা যাচাই বাছাই করা হয়।

    ১৪। প্রতিটি সমবায় সমিতির জন্য আইন ও বিধি মোতাবেক সুনির্দিষ্ট গঠনতন্ত্র/উপ-আইন অনুমোদন করে দেওয়া হয়।

    ১৫। সমবায় সমিতির সমবায়ী বৃন্দ প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদার সহিত পালন করেন।